লোকমান সংগ্রাম পরিষদ মাধবদী থানা শাখার আয়োজনে প্রয়াত মেয়র শহীদ জনবন্ধু লোকমান হোসেনের ৯ম শাহাদাত বার্ষিকী নরসিংদীর মাধবদীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮নভেম্বর) বিকেলে মাধবদী বাজার হোটেল পট্টিতে আয়োজিত এ স্মরণ সভায় নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লোকমান সংগ্রাম পরিষদ মাধবদী শাখার আহ্বায়ক মাধবদীর কৃতি সন্তান আনোয়ার হোসেন কমিশনার এর ডাকে লোকমান ভক্তদের ঢল নামে।
এতে আনোয়ার হোসেনের এর সভাপতিত্বে এ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী পৌরসভার মানবিক মেয়র, প্রয়াত লোকমান হোসেন'র ছোটভাই আলহাজ্ব কামরুজ্জামান কামরুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. শওকত আলী , নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এম তালেব হোসেন।
সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন,নরসিংদী সদর থানা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আঃ বারেক,জাতীয় শ্রমিক লীগ নরসিংদী জেলা শাখার আহ্বায়ক মো: আবুল কালাম আজাদ ও সদস্য সচিব মো: রফিকুল ইসলাম ভূইয়া,মাধবদী শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনুজির আহম্মেদ,নরসিংদী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মাধবদী পৌরসভার কাউন্সিলর মোঃ জাকারিয়া।
আরও উপস্থিত ছিলোন,নরসিংদী সদর উপজেলা তাতীলীগের আহ্বায়ক শাহিনুর মিয়া,জাতীয় শ্রমিক লীগ মাধবদী থানার শাখার আহ্বায়ক আনিছুর রহমান সোহেল,মাধবদী থানা কৃষকলীগের সভাপতি খায়রুল ইসলাম ও সদস্য সচিব সুখ রঞ্জন মল্লিক, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন,মাধবদী শহর কৃষকলীগের আহ্বায়ক মাইনউদ্দিন,নরসিংদী সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, নরসিংদী সদর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ,মাধবদী শহর তাঁতীলীগের আহ্বায়ক শামস সুমন,মাধবদী শহর ছাত্রলীগের সভাপতি আলিফ আহমেদ, মাধবদী শহর ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক বিচিত্র কুমার দাস,মাধবদী শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ, মাধবদী শহর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি রিদওয়ান সরকার রাতুল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান ভূইয়া প্রমুখ।
মাধবদী শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনুজির আহমেদ ও মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা সহ মাধবদী শহর ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুবলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ , তাঁতী লীগ সহ আওয়ামী পরিবারের তৃণমূল নেতাকর্মীরা লোকমান হত্যার বিচারের দাবি নিয়ে স্লোগানে স্লোগানে মিছিলে নিয়ে এ স্মরণ সভায় যোগ দেন।
এতে দীর্ঘ নয় বৎসর অতিবাহিত হলেও জনন্দিত প্রয়াত মেয়র লোকমান হোসেনের হত্যাকারীদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক প্রয়াত মেয়র লোকমান হোসেনের হত্যাকারীদের বিচারের জন্য আজো নরসিংদীর জনগণ অপেক্ষায় আছে। লোকমান হত্যাকারীদের আশ্রয় এবং পশ্রয় দাতারা সমান অপরাধী সে বিষয়টি ও যেনো বঙ্গবন্ধু'র কন্যা মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে দ্রুত লোকমান হোসেনের হত্যাকারীদের বিচারের আওতায় আনেন এ আহ্বান জানান।