স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর আড়াইহাজার উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু।
সম্মেলনের আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন সরকারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ মোনতাজ উদ্দিন মর্তুজা, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, রোকনউদ্দিন গালস্ ডিগ্রী কলেজেন অধ্যক্ষ প্রফেসর মোঃ আক্তারুজ্জামান, হাজী বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাখাওয়াত হোসেন বুলবুল, আড়াইহাজার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া স্বপন, মুকুন্দি গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, ইউনাইটেড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, এম এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ আজিজ, রোকনউদ্দিন গালস্ স্কুলের প্রধনি শিক্ষক মৃদুল কান্তি পাল প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুইদিনব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাসিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।