আমি সেই কল্যাণ কামনা করিতেছি,
যার আগমনে সার্থক হইবে পুস্তিকা পণ্ডশ্রম।
আমি সেই পর্বতের কথা বলিতেছি,
যার শীতলতা-নিপীড়িত ব্যাক্তির ,
অন্তর রাখিবে শীতল !
সেই তেজদীপ্ত অগ্নির কথা বলিতেছি,
যা মিথ্যাচার,পাপাচার,ব্যভিচার –
করিবে ধুলিস্যাৎ !
আমি সেই সূর্যের প্রত্যাশা করিতেছি,
যার আদর্শ কিরণে
শিক্ষাঙ্গন হইবে না রণাঙ্গন,
ধ্বসিয়া পড়িবে না অট্টালিকা-ভবন !
বিকৃত হইবে না আপাদমস্তক !
আমি সেই শিক্ষার জয়গান করিতেছি,
যেখানে জননী হইবে না বৃদ্ধাশ্রমের নারী ।
আমি সেই “মনুষ্যত্বপূর্ণ শিক্ষার” পূজারী,
যেই শিক্ষায় ডাক্তার গুলো হইবে না কসাই!
শিক্ষাঙ্গনের রক্ষক হইবেনা ধর্ষক !
যে শিক্ষা রাগিংয়ের নামে,
শূন্য করিবে না
কোনো জননীর হৃদয়!
যে শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে ,
বিপুল উত্তাল বঙ্গসাগর !
যে শিক্ষা মানবকুলে,
রাখিবে নিজ কে অমর।
আমি সেই শিক্ষার সার্থকতা দেখিতেছি ,
যে শিক্ষার মূলমন্ত্রই হবে “আত্মত্যাগেই জীবন”!
মনুষ্যত্বপূর্ণ শিক্ষাই হোক জাতির মেরুদন্ড✊?