ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ ( আইডিইবি ) এর ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী তথা বছরব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে “ নীল অর্থনীতি এনে দিবে সমৃদ্ধি ” প্রতিপাদ্যে আইডিইবি নরসিংদী জেলা শাখার আয়োজনে গণপ্রকৌশল দিবস ২০২০ এর তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকালে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইডিইবি নরসিংদী জেলা শাখার সভাপতি মোশফিকুর রহমান খান আঙ্গুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী। এসময় তিনি বলেন, দেশের উন্নয়ন কর্মকান্ডে শতকরা ৮৫ ভাগ সম্পন্ন করে থাকেন মিড লেভেল ইঞ্জিনিয়ার তথা ডিপ্লোমা প্রকৌশলীগন। তিনি বছরব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন এর মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার প্রত্যয়ে যেসব উন্নয়নমূলক কর্মসূচি ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হাতে নিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেন। এসময় নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা,আইডিইবি’র নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মুখলেছুর রহমান ভূইয়া সহ জেলা ও সকল উপজেলার সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।সভা শেষে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি র্যালীর উদ্বোধনের মাধ্যমে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে শুরু করে নরসিংদী প্রেস ক্লাব মোড় পযন্ত প্রদক্ষিণ করেন এবং পূর্তভবন প্রাঙ্গনে ও জনস্বাস্থ্য প্রকৌশল ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন।
? মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন