নরসিংদী পলাশ ২ মেহেরপাড়া ইউনিয়নের শিল্পপ্রতিষ্ঠান মুক্তাদিন ডাইং এর পরিচালক মুহাম্মদ মুক্তাদিন হোসাইন ভূইয়া কে সমাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করার পাশাপাশি সমাজ সেবায় বিভিন্ন সংগঠনকে উৎসাহ দিয়ে বিশেষ অবদান রাখায় স্বর্নপদক সম্মাননায় ভূষিত করেছে মুসাফির সাহিত্য সংসদ। সংগঠনটির ২য় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার রাতে নরসিংদী সদর উপজেলা মাধবদীর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদে আন্তর্জাতিক ইসলামিক কনসার্টে নরসিংদী জেলার ৪১টি সামাজিক সংগঠনকে সসম্মননা প্রধান করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের জননন্দিত তরুন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুল হাসান এবং অনুষ্ঠানটির উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন মুক্তাদিন হোসেন ভূইয়া।
মুসাফির সাহিত্য সংসদের প্রধান তত্ত্বাবধায়ক মাওলানা খায়রুল ইসলাম ফরাজী ও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ অধক্ষ্য ও নরসিংদী ইনডিপেন্ডেট কলেজের সম্মানিত প্রিন্সিপ্যাল আলহাজ্ব মশিউর রহমান মৃধা ও ব্রাদার্স ডাইং এর পরিচালক আলহাজ্ব মোতালিব হোসেন তার হাতে সম্মাননামূলক স্বর্নপদক ক্রেস্ট তুলে দেন।