নরসিংদীর মনোহরদীতে নিখোঁজ হওয়ার ১৫দিন পার হলেও সন্ধান মেলেনি ব্যবসায়ী সূধন চন্দ্র সাহার (৬১)। তাকে না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার। সূধন সাহা মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দী গ্রামের বজেন্দ্র চন্দ্র সাহার ছেলে। তিনি গাংকুলকান্দী ভূঁইয়া বাজারের মুদি ব্যবসায়ী।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মনোহরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সূধন সাহার ছোট ভাই শ্যামল সাহা জানান, গত ১ নভেম্বর সকালে নরসিংদীতে চিকিৎসক দেখানো কথা বলে বাড়ি থেকে বের হন। দুপুরে তার ছেলের মোবাইলে ফোন করে জানান তিনি নারায়ণগঞ্জ বারদী মন্দিরে যাবেন। এরপর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে এখনো সন্ধান পাওয়া যায়নি। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারসহ রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।