বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপি যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, ঢাকা বিভাগীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদ মহসীন হোসেন বিদ্যুৎসহ সারা দেশে যুবদলের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নরসিংদী জেলা যুবদল। মঙ্গলবার(১৭ নভেম্বর) বিকেলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি বাড়ীর সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা যুবদলে সাধারন সম্পাদক ও, চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার হাসানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা যুবদলের সহ সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল,প্রচার সম্পাদক, আবুল খায়ের সুমন, রায়পুরা উপজেলা যুবদলের সভাপতি আফাজ উদ্দিন মুন্সি, মনোহরদী থানা যুবদলের সভাপতি বায়জিদ হোসেন, শিবপুর থানা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক মোল্লা, সদর থানা যুবদলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,পলাশ থানা যুবদলের সভাপতি নেছার আহমেদ খান, ঘোড়াশাল পৌরসভা যুবদলের সাধারন সম্পাদক শাহীন বিন ইউসুফ, শিবপুর থানা যুবদলের সাবেক সভাপতি নুরে আলম, নরসিংদী সদর থানা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন,রায়পুরা থানা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, সদর থানা ছাত্রদলের আহবায়ক ওয়াসিম ও শিবপুর থানা ছাত্রদলের সাধারন সম্পাদক সুমন মুন্সি প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।