নরসিংদীতে এডভোকেট আবদুল কাদির চিশতীর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় হাজী পিয়ার আলী সাহেবের মার্কেটের নিচতলায় আইনজীবী বন্ধুমহলের আয়োজনে একক সংগীত পরিবেশন করেন এড. আবদুল কাদির সরকার চিশতী। এ সময় সংগীত অনুষ্ঠানে নরসিংদী বারের সভাপতি এডভোকেট জনাব আরমান হোসেন নাজির,সাবেক সভাপতি এডভোকেট জনাব আঃ বাছেদ ভূইয়া, সাবেক সম্পাদক এডভোকেট জনাব আঃ কাদের টিটু, সাবেক সম্পাদক, বর্তমান জিপি এডভোকেট জনাব তারেক মোঃ লুৎফর রহমান সরকার, বর্তমান সম্পাদক এডভোকেট জনাব আতাউর রহমান সহ অনেক সিনিয়র ও জুনিয়র আইনজীবীগন উপস্থিত ছিলেন। সকলে আইনজীবী শিল্পীর মনোমুগ্ধকর গান পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন। প্রায় ২ ঘন্টা আইনজীবী শিল্পী ওনার মনোমুগ্ধকর গানে মাতিয়ে রাখেন।
উল্লেখ্য, জনাব এডভোকেট আবদুল কাদির সরকার ১০ বছর যাবৎ সুনামের সহিত আইনপেশায় নিয়োজিত আছেন। ছাত্র জীবনে ওনি ছিলেন শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের একজন সফল ছাত্রনেতা। সংস্কৃতি অঙ্গনে পদচারণা ছিলো সফলভাবে। ছাত্র জীবনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান গান, মঞ্চ নাটক, আবৃত্তি, উপস্থিত বক্তৃতায় সরকারি – বেসরকারি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। ছাত্র হিসাবেও ছিলেন অত্যন্ত মেধাবী।
উপস্থিত সকল আইনজীবী শ্রোতাগণ এডভোকেট জনাব আবদুল কাদির সরকার চিশতী সফলতা কামনা করেন।