বৈশ্বিক মহামারি করোনা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম-বার, পিপিএম নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। জনপ্রিয় এ পুলিশ সুপারের আশু রোগ মুক্তি কামনা করে এতিমদের খাওয়ালেন মাধবদী শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ।
শুক্রবার (২০ নভেম্বর) জুম্মা বা’দ মাধবদীর অদুরে দড়গা বাড়ি মাদরাসায় এ আয়োজনে বেনজির আহেমদ সহ অংশ নেন,নরসিংদী সদর উপজেলা তাতীলীগের আহ্বায়ক শাহিনুর মিয়া,জাতীয় শ্রমিক লীগ মাধবদী থানার শাখার আহ্বায়ক আনিছুর রহমান সোহেল,মাধবদী থানা কৃষকলীগের সভাপতি খায়রুল ইসলাম ও সদস্য সচিব সুখ রঞ্জন মল্লিক, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা,মাধবদী শহর ছাত্রলীগের সভাপতি আলিফ আহমেদ, দড়গা বাড়ি মাদরাসার খতিব সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তি ও দলীয় অংঙ্গসংগঠনের নেতা-কর্মী।
উল্লেখ্য গত রোববার (১৫ নভেম্বর) বিকালে নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম-বার, পিপিএম করোনায় আক্রান্ত হয়েছে বলে সাংবাদিকদের জানান নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম। এর আগে পুলিশ সুপার জ্বরে আক্রান্ত হলে নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ।
পরে তার নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। ওই শনিবার (১৪ নভেম্বর) রাতে প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন।
? খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন-