বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে নরসিংদীতে মধ্যান্হ ভোজ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় হয়েছে। শুক্রবার(২০ নভেম্বর) দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী -৩ (শিবপুর) আসনের বিএনপির প্রার্থী, জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহীর আয়োজনে জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী শহর বিএনপি’র সভাপতি গোলাম কবির কামাল, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আকবর হোসেন, জেলা বিএনপি’র সাবেক যুব বিষয়ক সম্পাদক আতাউল ইসলাম বাবুল, প্রচার সম্পাদক শাজাহান মল্লিক, জেলা মৎসজীবী দলের সভাপতি হাবিবুর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সজল সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মনজুর এলাহী।