শহীদ মেয়র জনবন্ধু লোকমান হোসেন এর ৯ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিবপুরে কোরআন খতম দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ লাইফ ব্লাড ডোনার ক্লাব’এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মিঠুন সাহার ভার্চুয়াল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপিস্থত ছিলেন,নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আনিসুর রহমান ভূইয়া,সংগঠনের উপদেষ্টা তাঁতী কন্যা শাহনাজ প্রধান, বিলকিস বেগম। প্রনয় সাহা, কিশোর শীল, আবির হাসান,সানি দাস, জুয়েল, রাজিব আহমেদ, সালাউদ্দীন মৃধা, পারভেজ ভূইয়া অপু, ইসরাত জাহান প্রিয়া, প্রাথ দাস, টুটুল দাস, অসীম সাহা সহ অন্যান্য সদস্য বৃন্দ।
সভাপতি মিঠুন সাহা জানান, শহীদ জনবন্ধু লোকমান হোসেনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুরো নভেম্বর মাস জুড়ে সংগঠটির বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ মাসে আমাদের আরো কয়েকটি কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা চলছে। প্রয়াত মেয়র জনবন্ধু লোকমান হোসেনের জন্য ও লোকমান হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ক্লাবের প্রধান উপদেষ্টা মানবিক মেয়র কামরুজ্জামান কামরুল ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। এই অনুষ্ঠানের বিশেষ সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, ক্লাবের অন্যতম এডমিন ও উপদেষ্টা শাহনাজ প্রধান এবং বিলকিস বেগম কে।
সেভ লাইফ ব্লাড ডোনার ক্লাব নরসিংদী ( লোকমান হোসেন ফাউন্ডেশন এর সহযোগী সংগঠন) এ সংগঠনের প্রতিষ্ঠাতা রতন দাস জানান, এই ফেসবুক গ্রুপ টি খোলায় হয় মানবিক কাজের জন্য এবং মুমূর্ষু রোগীদের রক্তদানের জন্য এই পযন্ত আমরা ৩০০ ব্যাগ লাল ভালোবাসা মানুষে জন্য দিতে পেরেছি এই ভাবে যেন আমরা সকল সেচ্ছাসেবী মানবতার সেবা করতে পারি সবাই দোয়া ও আর্শিবাদ করবেন।