গিলছে রাজ্য শকুনের দল,
গিলবে বাকি আছে যা সব!
নিয়েছে শপথ ফেরাউনের দল
আঁকড়ে ধরেছে পরের ধন।
দুর্বার বেগে বাড়ছে হিংস্র
আধিপত্যের লোভ!
ছাড়বে না আছে যতক্ষণ,
ধর্ষকের দেহ অতৃপ্ত খুব!
নগরীর হিংস্র যৌবন পল্লীতে জ্বলছে আগুন
পিষছে তারা গিলে খাচ্ছে মোর মাতৃ বোন।
সত্য বক্ষে জ্বলে বারুদ
যায় সত্য প্রতিবাদে অরুণ!
সত্য দেহে পুলিশি লাঠি
মিথ্যার ক্ষণিকি জয়!
মিথ্যার বুকে লাথি মারি
হোক সত্যের বিজয়।
শুনেছে কে আহাজারির গুঞ্জন
ধর্ষিত স্বাধীনতা জিঞ্জিরে বন্ধন
কলমের খোঁচায় দেই বারেবারে গর্জন
আমি চির প্রতিবাদী,গণমানবের রক্ষক।
বলি আমি অবাধ্যতা কভু নয় স্বাধীনতা
ভিলেন রূপে,নহে ফেরাউন অভিনেতা!
অনিবার্য ধ্বংস হবে নগরের নরপশু হোতা
অমলিন সভ্যতাকে করেছে কাভু যেথা।