নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৪নভেম্বর) সকাল ৮.২৫ ঘটিকার সময় ঢাকা-মনোহরদী আঞ্চলিক সড়কের শিবপুর খাদ্য গুদামের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম (৩৮) নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। নিহত শফিকুল ইসলাম মাধবদীর মুন টেক্সটাইলে কর্মরত ছিলেন। আজ সকালে সিএনজিযোগে কর্মস্থলে যাচ্ছিলেন।
শিবপুর মডেল থানার এসআই আফজাল জানান, ঢাকা থেকে ফ্রেশ সিমেন্ট নিয়ে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো ড ১২-১৫৮৩) মনোহরদীর দেকে যাচ্ছিল। অপরদিক থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি ইটাখোলার দিকে যাওয়ার সময় শিবপুর উপজেলার খাদ্য গুদামের সামনে ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটোরিক্সাটি ধুমড়ে মুছড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। দূর্ঘটনারপর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায় এবং সিএনজিতে থাকা ১জন নিহত ও ৫ জন আহত হয়েছে। হতাহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এঘটনায় আহতরা হলেন- শিবপুর উপজেলার দুপাত্তর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাসুদ(৩৫), মনোহরদী উপজেলার লেবুতলা গ্রামের আকমলের ছেলে মাহমুদল (২৪) ও কাদেরের ছেলে রাশেদ(২৪), ব্রাহ্মণপাড়ার আব্দুল আউয়ালের ছেলে জহিরুল(৪৫) কিশোরগঞ্জ জেলা কুল্লারচর থানার বড়চলা গ্রামের আবদুল মতিনের ছেলে হান্নান(৩৫)।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
? শেখ মানিক | নরসিংদী প্রতিদিন