নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নরসিংদী পৌরসভার আসন্ন নির্বাচনের প্যানেল তৈরির লক্ষ্যে তৃণমূল আওয়ামী লীগের কাউন্সিলরদের সর্বোচ্চ ভোট পেয়ে দলীয় মেয়র প্রার্থী পদে বিজয়ী হয়েছেন বর্তমান নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান কামরুল। মঙ্গলবার (৯ ডিসেম্বর) শহর আওয়ামী লীগের বর্ধিত সভায় কাউন্সিলরদের ভোটে তিনি সর্বোচ্চ-৬৭ ভোট পেয়ে বিজয়ী হন।
অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা ভোট পেয়েছেন নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু-৬ ভোট,নরসিংদী শহর আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান (জামান)-৪ ভোট, নরসিংদী জেলা আওয়ামী লীগ সদস্য মোন্তাজ উদ্দিন ভুইয়া-৩ ভোট, নরসিংদী পৌরসভার কাউন্সিলর রিপন সরকার-২ ভোট, এস.এম.কাইয়ূম সরকার-২ ভোট। মোট-৮২ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে আসন্ন নরসিংদী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শহর আওয়ামী লীগের এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম মোতালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, বর্ধিত সভা সঞ্চালনায় ছিলেন নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু। এ নির্বাচিত মনোনয়ন প্রত্যাশীদের মাঝে চুড়ান্ত তালিকা করে দলীয় গঠনতন্ত্র মোতাবেক নরসিংদী পৌরসভার নির্বাচনে নৌকার টিকেট এর জন্য নরসিংদী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমটির বরাবর পত্র পাঠাবেন।