নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এবং সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার এর তত্ত্বাবধানে সামাজিক সংগঠন “স্বপ্নডানা নরসিংদী’ উদ্যোগে এতিম শিশুদের সম্মানে নৈশভোজ ও মাস্ক বিতরণ করা হয়।
শুক্রবার রাতে আয়োজিত এ অনুষ্ঠানে নরসিংদী সদর উপজেলার এতিমখানার বিভিন্ন শিক্ষার্থীদের অংশ গ্রহনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া। স্বপ্নডানা সংগঠনের সভাপতি কাজী মোস্তাক আহমেদ এর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, আজকের খোঁজ খবর পত্রিকার সম্পাদক মনজিল এ মিল্লাত এবং সুহৃদ সরকার সগীর আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।