মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদী সদর উপজেলার শীলমান্দীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে শেখেরচর ধূমকেতু মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শীলমান্দী ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় নরসিংদী সদর থানা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আঃ বারেক, শীলমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোতালিব মুন্সি, নরসিংদী জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন মাস্টার,শীলমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।
? মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন