" মুজিববর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর বেলাবতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উদযাপন করা হয়। (১৮ ডিসেম্বর) শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলাব উপজেলা প্রশাসন ও ব্র্যাক এর আয়োজনে র্যালিটি উপজেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গন হতে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিনের পক্ষে এবি এম আক্তারুজাম্মান,আব্দুল হান্নান,ব্র্যাক বেলাব শাখার ব্যবস্থাপক রুহুল আমিন, শাখা হিসাব কর্মকর্তা আয়নালহক,ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের ফিল্ড অর্গনাইজার মোঃওসমান গনি,ফাতেমা আক্তার নূপুর সহ বিদেশ গামী, বিদেশফেরত অভিবাসী এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
? আলমগীর পাঠান | নরসিংদী প্রতিদিন