মনোহরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও মনোহরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুর রশিদ সুজন।শুক্রবার (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড এ তথ্য জানায়। এ বিষয়ে আমিনুর রশিদ সুজন বলেন, পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দের প্রতি। নৌকার মাঝি আমিনুর রশিদ সুজন বলেন, আধুনিক মনোহরদী গড়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য এলাকাবাসি আবারো আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ।
তফসিল অনুযায়ী, মনোহরদী পৌরসভা নির্বাচন আগামী বছর ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২০ ডিসেম্বর। এসব মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ২২ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
? নাজমুল সাখাওয়াত হোসেন | নরসিংদী প্রতিদিন-