নরসিংদীতে সদর উপজেলা মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের প্রতিনিধি সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) বিকালে ইউনিয়ন পরিষদের মাঠে ১নং হইতে ৯নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে ও মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সদস্য ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম খান। মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিহাব রাহাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল এর সঞ্চালনায় এ সম্মেলনে ইউনিয়ন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সম্মেলন শেষে এ ইউনিয়নের ১নং ওয়ার্ড হইতে ৯নং ওয়ার্ড ছাত্রলীগের প্রতিনিধি নির্ণয় করা হয়।