নরসিংদী সদর উপজেলা মাধবদীর মেহেরপাড়া ইউনিয়নে শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং মিলস্ লিমিটেড নামে একটি শিল্পপ্রতিষ্ঠান। বুধবার (২৩ ডিসেম্বর) মেহেরপাড়া ইউনিয়নের পাথরপাড়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার মাঠে প্রায় ১২ পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুল হাসান। ব্রাদার্স ডাইং এর এম.ডি আইয়ুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ হালিম খান, ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং মিলস্ লিমিটেড’র পরিচালক আলহাজ্ব মোঃ ইব্রাহীম, ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং মিলস্ লিমিটেড’র পরিচালক ও নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক আলহাজ্ব মোঃ মোতালিব হোসেন,সামাজিক সেবা মূলক সংগঠন সুখায়ু’র কো-চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাত হোসেন, ভগীরথপুর লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন,বিশিষ্ট সমাজ সেবক মকবুল হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।