সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১১১ দফা সুপারিশ বাস্তবায়নে কোনও বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক সংক্রান্ত টাস্কফোর্সের দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ১১১ দফা বাস্তবায়নে কোনও বাধা আছে কি না- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এসব দফা বাস্তবায়নে কোনও বাধা নেই। এখানে মালিক-শ্রমিক সবাই আছে। এখানে বাধা বলে কিছু নেই। আমরা আমাদের টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছি।’
সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১১১ দফা সুপারিশ বাস্তবায়নে গঠিত ৪টি কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘এখন আমরা ১১১ দফা সুপারিশ ধীরে ধীরে বাস্তবায়নে যাবো। আলোচনার প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী সভায় এই সুপারিশগুলো বাস্তবায়ন করতে যা যা করা প্রয়োজন সে জায়গায় আমরা যাবো। এখন আমাদের কাজ হলো, যারা এগুলো বাস্তবায়ন করবে তাদের সুপারিশ করবো। তারা যেন বাস্তবায়নের কাজে এগিয়ে যান। পাশাপাশি সে কাজে কী কী অসুবিধা হতে পারে সেটা আগামী সভায় আলোচনা হবে।’
কীভাবে বাস্তবায়নে যাবে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সভায় যে প্রস্তাবগুলো এসেছে সেগুলোর কোনটি স্বল্পমেয়াদি, কোনটি মধ্য ও দীর্ঘমেয়াদি তা নিয়ে আলোচনা করেছি। বিস্তারিতভাবে কাজ করার জন্য চারটি কমিটি রয়েছে। তারা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। এ পর্যন্ত আমরা যে রিপোর্ট পেয়েছি তার অনেকগুলো প্রক্রিয়াধীন রয়েছে। আমরা বসে নেই, কোভিডের জন্য ধীরগতিতে আছি।’
সুপারিশ বাস্তবায়নে বেশি সময় নেয়া হচ্ছে কি-না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বেশি সময় নেইনি। ২০১৯ সালের শুরুর দিকে এই কমিটি হয়েছিল। কমিটি হওয়ার পরই সভা করেছি। সেখানে চারটি কমিটি করেছি। তাদের মূল লক্ষ্য হলো- এই সুপারিশগুলো বাস্তবায়নে আমাদের করণীয় কী? তা ঠিক করা। তারা সেই করণীয় সম্পর্কে আজকে কিছু প্রস্তাবনা দিয়েছেন। আমরা সেগুলো পর্যালোচনা করছি, যেখানে যেটা প্রয়োজন সেটা করছি এবং বাস্তবায়নের জন্য ব্যবস্থা নেবো। সেখানে প্রধানমন্ত্রীরও কতগুলো দিকনির্দেশনা রয়েছে। আমাদের আইন রয়েছে, সেই আইনেও বিধিমালা কিছু পাস হয়েছে। সেসব বিবেচনায় নিয়ে আমরা সুপারিশগুলো বাস্তবায়নে কাজ করবো।’
১১১ দফা সুপারিশ বাস্তবায়নে মাঠপর্যায়ে কবে নাগাদ যেতে পারবেন? এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাস্তবায়নের কথা বললে আপনারা দেখবেন, এখন কেউ মোটরসাইকেলে হেলমেট ছাড়া চড়ে না। এরকম অনেক সুপারিশ ধীরে ধীরে বাস্তবায়নে যাচ্ছি। আমরা আরও তড়িৎ গতিতে কীভাবে বাস্তবায়ন করতে পারবো সেটা নিয়েই আলোচনা হয়েছে।’
মন্ত্রীর সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ শহিদুজ্জামান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খান, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চন সভায় অনলাইন মাধ্যমে অংশ নেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ টাস্কফোর্সের সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।