আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের তিন দিন পর আবু হানিফ নামে এক মাঝির লাশ মেঘনা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহম্পতিবার নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশ খবর দেয়।
এর আগে গত সোমবার বিশনন্দী ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে পেছন দিক থেকে একটি ট্রলার তার নৌকায় ধাক্কা দেয়। এ সময় তিনি নদীতে ছঁটকে পড়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তার হদিস পাওয়া যাচ্ছিল না। নিহতের জামাতা মিজান জানান, গত সোমবার সন্ধ্যায় হানিফ মিয়া তার নৌকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে একটি ট্রলার তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি পানিতে ছঁটকে পড়েন। অনেক খোঁজাখুজি করেও তার হদিস পাওয়া যায়নি। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।