চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের ৬৪তম জন্মবার্ষিকীতে ভৈরবে নিরাপদ সড়ক চাই (নিসচার) উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় পরিবহণ চালক, যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী সংগঠনের কর্মীরা ঢাকা-সিলেট ও ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের দুর্জয়মোড় এলাকায় এইসব কর্মসূচী পালন করেন।
সংগঠনের ভৈরব উপজেলা শাখার সভাপতি এস.এম বাকী বিল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ খুরশীদ আলম।
সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. আজিজুল হক স্বপন, ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস, নৌ পুলিশ ভৈরব ইউনিটের অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।
আলোচনা শেষে জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।