শেখ মানিক:
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের স্মরনে নরসিংদীর শিবপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে শিবপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শিবপুর ডায়াবেটিক সমিতির সভাপতি, শিবপুর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, শিবপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হারিস রিকাবদার, ডায়াবেটিক সমিতির সহ সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, শিবপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন খান ও শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাসুদুর রহমান খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে স্বৃতিচারন করে ডা. মোহাম্মদ ইব্রাহিমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।