ট্রেনে দুষ্কৃতকারীর ছোঁড়া পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছেন নাজমুল ইসলাম নামের একজন গার্ড। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে রহনপুর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা মহানন্দা ট্রেনের গার্ড নাজমুল নিজামপুর স্টেশন পার হবার পর দুষ্কৃতকারীর পাথরের আঘাতে গুরুতর অহত হন। পরে তাকে রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে শুক্রবার সকালে তাকে দেখতে যান রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহী ওপেন লাইন শাখার সম্পাদক আক্তার আলীসহ রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহী ওপেন লাইন শাখার নেতারা। তারা দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য রেলওয়ে জিআরপি ওসিকে অনুরোধ জানান।