নরসিংদীর মাধবদীতে ‘কাঠালিয়া একতা মানবসেবা’ সংগঠনের উদ্যোগে ৫০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় কাঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। বিশিষ্ট শিল্পপতি ও নিউটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বেলায়েত হোসেন এর সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জজ কোর্টের আইনজীবী আব্দুল আজিজ। এতে স্বাগত বক্তব্য রাখেন কাঠালিয়া একতা মানবসেবা সংগঠনের সভাপতি ছিদ্দিকুর রহমান ইমন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি আল-আমিন সরকার, নিউটেক ইন্টারন্যাশনাল লিমিটেড ব্যবস্থাপক আক্তারুজ্জামান আক্তার, মাধবদী থানা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির প্রমুখ।
শরিফ হোসেন এর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, কাঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা বেগম, মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহিন, কাঠালিয়া একতা মানবসেবা সংগঠনের সহসভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মিয়া সাইফুল, যুগ্ম সাধারন সম্পাদক অভিজিৎ দও গুপ্ত, সাংগঠনিক সম্পাদক হানিফ আদনান, অর্থ সমম্পাদক শাকিল আহম্মেদ প্রমুখ।
করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এমন সুন্দর একটি মানবিক কাজের জন্য কাঠালিয়া একতা মানবসেবা সংগঠনের ভূয়ষী প্রশংসা করে ভবিষ্যতেও তাদের এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।