নরসিংদীতে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো সামাজিক সেচ্ছাসেবী সংগঠন "জাগ্রত সাটিরপাড়া"। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে নরসিংদী শহরের সাটিরপাড়া স্মার্ট লুঙ্গি মোড় সংলগ্ন মাঠে মহান বিজয়ের মাস উপলক্ষে সাটিরপাড়া গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা এবং শীতার্তদের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো সংগঠনটি । সাটিরপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্মার্ট লুঙ্গির চেয়ারম্যান মোঃ জামাল হোসেন। ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন স্মার্ট লুঙ্গির পরিচালক মোঃ হেলাল মিয়া, নরসিংদী শহর ৬ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ এর সভাপতি হাসান মাহাবুব বিপ্লব,কার্যকরী সদস্য মোঃ রকিম মিয়া,কার্যকরী সদস্য মোঃ খোকন মিয়া প্রমুখ। ব্যাডমিন্টন ফাইনাল খেলায় অংশগ্রহণকারী কামাল স্পোর্টিং ক্লাব টিম রানার্সআপ এবং আশিক জুটি চ্যাম্পিয়ান হয়।এসময় “জাগ্রত সাটিরপাড়া” সংগঠন এর উদ্বোধন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে মোঃ তকিব হোসেন সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই সংগঠনটিতে তাদের এলাকা “সাটিরপাড়া “ এর নাম ব্যবহার করেছেন কিন্তু এ সংগঠন সমগ্র নরসিংদী জেলার জন্য সব সময় কাজ করে যাবে। তারা তাদের প্রথম কার্যক্রম ১০০ (একশত) দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে উক্ত সংগঠনের যাত্রা শুরু করেন এবং এ সংগঠনের প্রতিটি সদস্য মিলিতভাবে সবসময় অসহায়দের পাশে থেকে সমাজের জন্য কাজ করবেন বলে আশাব্যক্ত করেন।
? মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন