নরসিংদীর বেলাবোতে ঢাকা-সিলেট মহাসড়কের জংগুয়ায় নামক স্থানে বাস ও প্রাাইভেটকার মুখোমুখী সংঘর্ষে ৩জন নারীসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১জন নারী। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ দুূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নওয়াব আলী নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি গাজীপুরের ইয়াকুব আলীর ছেলে। বাকী ৩নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। আহত আরো একজন নারীকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভৈরব হাইওয়ে থানার ওসি মামুন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী আল মোবারাকা পরিবহণের একটি বাস জংগুয়ায় পৌছালে বিপরীত দিক ভৈরব থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাইভেট কারটির ৪ যাত্রীর মৃত্যু হয়। একজনকে মুমুূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ ভৈরব হাইওয়ে থানায় রাখা হয়েছে। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে।
ভৈরব হাইওয়ে থানার ওসি মামুন রহমান জানান, অতিরিক্ত গতির কারনে এই দূর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আটককৃত বাসটির চালকের বিরুদ্ধে মামলা করা হবে।