নরসিংদীতে এক ঝাঁক তরুণ স্বপ্নবাজদের নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘স্বপ্নবাজ’ নামে একটি সামাজিক সংগঠন। শুক্রবার (১ জানুয়ারি) রাতে এ সংগঠনটির আত্মপ্রকাশ ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ।
নব-গঠিত স্বপ্নবাজ সংগঠনের সমন্বয়কারী জিকু সাহা সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নরসিংদী শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সাবেক কাউন্সিলর অনিল ঘোষ, সেভ লাইফ ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন লিটন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ উদ্যোগের প্রশংসা করে প্রধান অতিথি মাহমুদুল হাসান শামীম নেওয়াজ বলেন, সবাই মিলে সুন্দর স্বপ্ন নিয়ে, সমাজের কল্যানে, সুন্দর দেশ ও সমাজ গড়ার স্বপ্ন নিয়ে একঝাঁক তরুণ স্বপ্নবাজদের এ সংগঠন। আজ বছরের প্রথম দিনে কেক কেটে ফানোস উড়িয়ে এ সংগঠনটির যাত্রা শুরু হলো। আমরা এর উত্তর-উত্তর সাফল্য কামনা করছি।