দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নরসিংদীতে পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (০৪ জানুয়ারি) বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেন জেলা ছাত্রলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া।
এতে নরসিংদী জেলা ছাত্রলীগে সভাপতি হাসিবুল হাসান মিন্টু’র সভাপতিত্বে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাছেদ ভূঁইয়া,সাবেক সাধারণ সম্পাদক-মোজাম্মেল হক ভূইয়া টিপু ,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রঞ্জন কুমার সাহা,জাতীয় শ্রমিক লীগ নরসিংদী জেলা শাখার সদস্য সচিব জনাব রফিকুল ইসলাম রফিক, নরসিংদী শহর শাখা ছাত্রলীগের সভাপতি রাজীব সরকার, সাধারণ সম্পাদক, কাউছার আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শেখ রাজিব, সদর থানা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল সহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।