বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
এরই ধারাবাহিকতায় সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ছাত্রলীগের তিতুমীর কলেজ শাখা।
শ্রদ্ধা নিবেদনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লসহ তিতুমীর কলেজের ছাত্রলীগের সকল নেতাকর্মীবৃন্দ।
প্রসঙ্গত, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আলোচনা সভার সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়।