নরসিংদী সদর উপজেলা মাধবদীর মেহেরপাড়া ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সোমবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৭৩ পাউন্ড কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুল হাসান। এতে অংশ নেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন (সাবেক কমিশনার)।
মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিহাব রাহাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের সদস্য ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিম খান,মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহিন,মেহেরপাড়া ইউনিয়নের অন্যান্য ছাত্রলীগ কর্মীবৃন্দ।