নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার(৫ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে উপজেলার কাঠালিয়া ইউনিয়নের খড়িয়া বাজারস্থ কেড়াকান্দা গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সুস্মিতা (৬),একই গ্রামের শ্যামল এর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু সুস্মিতা ওই এলাকায় নরসিংদী টু মদনগঞ্জ (সাবেক রেল) সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সড়কে পাশে কয়েক ফিট নিচে পরে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রাকসহ চালককে আটক করে রাখেন। আটক চালকের নাম সাদেকুল (৩২),পিতা আমিরুল। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরে খবর পেয়ে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন ট্রাক চালককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন ও ঢাকা মেট্রো-২২-৯৯৬৪ নাম্বারের ট্রাকটি জব্দ করা হয়েছে।
…
খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন