নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী ব্যক্তিগত উদ্যোগে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও নারী অগ্রাধিকার বিষয়ক মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত (২২ ডিসেম্বর) বিকালে নরসিংদী শহরের ১নং ওয়ার্ডের বাসাইল দক্ষিণপাড়া এলাকায় এবং রবিবার (০৩ জানুয়ারী) শহরের ৬ নং ওয়ার্ডের রাঙ্গামাটি এলাকায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও নারী অগ্রাধিকার বিষয়ক মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে মতবিনিময় সভা ও উঠান বৈঠকে তামান্না নুসরাত বুবলী বলেন, বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপে পদ্মা সেতু আজ দৃশ্যমান। কিন্তু একটা সময় বিদেশি বিনিয়োগকারীরা পদ্মা সেতুতে বিনিয়োগ করবে না বললে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসিকতার সঙ্গে নিজের দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন, যা বর্তমানে দৃশ্যমান।
তিনি আরো বলেন,আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার, নৌকা মার্কা উন্নয়নের মার্কা, আমি আশাবাদী আগামী দিনে এ সরকারের উন্নয়নকে এগিয়ে নিতে আপনারা আবারো নৌকা মার্কায় ভোট দেবেন। প্রধানমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দেয়, সেটা বাস্তবায়ন করে দেখায়। শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে সকলে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। এছাড়া সরকারের উন্নয়ন সম্পর্কে জনগণকে সচেতন করতে উঠান বৈঠকের কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
? মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন