নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলী। বুধবার (০৬ জানুয়ারি) দুপুরে ধানমন্ডির বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া,নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, বাংলাদেশ তাঁতী লীগের ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম সোহেল সহ দলীয় নেতা দলীয় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এবার চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি নরসিংদী পৌরসভা এবং মাধবদী পৌরসভায় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়র শেষ সময় ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৬ জানুয়ারি পর্যন্ত।
নরসিংদী প্রতিদিন এর পাঠকদের জন্য বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলীসাহেবের জীবন বিত্তান্ত তুলে ধরা হলো: