বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি বিবেচনায় আগামী মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৬ জানুয়ারি) দুপুরে নিজ বাসা থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সেতুমন্ত্রী।
করোনার কারণে গত মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পর পর কয়েক দফায় ছুটি বাড়ানো হয়েছে। এছাড়া করোনার কারণে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা, পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি।