নরসিংদীতে কালনী এক্সপেস ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অজিত কুমার সূত্রধর (৪৫) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় দিকে পৌর শহরের বীরপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত অজিত কুমার নরসিংদীর হাজীপুর এলাকার মৃত: গ্রেনেন্দ্র চন্দ্র সূত্রধর। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক মো: শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকাগ্রামী কালনী এক্সপেস ট্রেনটি নরসিংদী শহরের বীরপুরে রেললাইন অতিক্রম করছিল। এসময় অজিত কুমার সূত্রধর রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত হয়। মাথার আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে অজিতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান রেলওয়ে পুলিশ।