নরসিংদী সদর উপজেলার মাধবদীর মেহেরপাড়া ইউনিয়ন ৬নং ওর্য়াড আওয়ামী যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জানুয়ারী) রাতে পাঁচদোনা বাজার মুক্তিযোদ্ধা অফিস প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মতবিনিময় সভায় মোঃ লোকমান হোসেনকে সভাপতি ও মোঃ ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে মেহেরপাড়া ইউনিয়ন ৬নং ওর্য়াড আওয়ামী যুবলীগের ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুল হাসান। মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রউফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম খান। এছাড়া এসময় নরসিংদী সদর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জন দাস মহাদেব,মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক ভূইয়া,যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম মেম্বার,যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম মিয়া সহ বিভিন্ন ওর্য়াড আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
? মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন