নরসিংদী সদর উপজেলার বিভিন্ন স্থানে ২হাজার শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে নরসিংদী জেলা আওয়ামীলীগ। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে শীলমান্দীর শেখেরচর ধুমকেতু সংঘের মাঠ থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন।
এসময় তিনি বলেন, উন্নয়ন ধারাকে অব্যহত রাখার জন্য পৌর নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে ভোট দেওয়া আহ্বান জানান।
পরবর্তীতে জেলার বিভিন্ন উপজেলায় আরো ৮হাজার শীতবস্ত্র বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী সদর থানা আওয়ামীলীগের আহবায়ক আফতাব উদ্দিন ভূইয়া, যুগ্ম আহবায়ক আব্দুল বারিক, শীলমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোতালিব মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক নূর মোহাম্মদ মিয়া ও নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি একে ফজলুল হকসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।দ
: লক্ষন বর্মন | নরসিংদী প্রতিদিন-