নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন নরসিংদী সদরের ভেলানগরের পশ্চিম পাড়ার দুলু মিয়ার ছেলে মোঃ নাদিম মিয়া (২৮), শিবপুর উপজেলার দুলালপুর গ্রামের শামসুজ্জামানের ছেলে সোহরাব হোসেন (৩০) একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মাজহারুল ইসলাম (২৫) ও রেনু মিয়ার ছেলে আলামিন মিয়া (৩১)।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ জানুয়ারি) নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের এসআই তাপস কান্তি রায় ও এএসআই আনোয়ার হোসেন শিবপুর থানা এলকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায় মোঃ নাদিম মিয়াকে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করেন। এছাড়া অপর তিন চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহরাব হোসেন, মাজহারুল ইসলাম ও আলামিন মিয়াকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় শিবপুর মডেল থানায় পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।