১৯৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ৫২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে নরসিংদীর শিবপুরে শহীদ আসাদ সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করেছেন সর্বস্তরের লোকজন। বুধবার (২০ জানুয়ারি) দিনব্যাপী ভিবিন্ন কর্মসূচীর মাঝে প্রভাতফেরিতে শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের ধানুয়াস্থ সমাধিস্থলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রভাত ফেরীসহ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে সমাধিস্থলে দোয়া করা হয়।।
শহীদ আসাদের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, আব্দুল মান্নান ভূইয়া পরিষদ, শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল এন্ড কলেজ, শিবপুর উপজেলা বিএনপি, শিবপুর প্রেসক্লাব, নরসিংদী জেলা ছাত্রলীগ, শিবপুর উপজেলা ছাত্রলীগ, শিবপুর উপজেলা ছাত্রদল, শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগ ও ছাত্রদল, ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় কমিটি নরসিংদী, জাতীয় মুক্তি কাউন্সিল নরসিংদী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি নরসিংদী, হাতিরদিয়া দিবস উদযাপন কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
উল্লেখ্য ৬৯ এর ২০ জানুয়ারী তৎকালীন স্বৈরাচারী আইয়ুব সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের হরতাল চলাকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে (চাঁনখারপুল) পুলিশের গুলিতে তিনি নিহত হন।