অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে ঢাকার সাভারে তিনটি ফার্মেসিকে ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সাভার মডেল থানার ব্যাংক টাউন এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব-৪ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে ও ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসির মালিক’কে জরিমানা করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, মেসার্স খান ফার্মেসির মালিক মো. সোহেল রানাকে (৩৭) তিন লাখ টাকা জরিমানা, সেবা ফার্মেসির মালিক মো. জাকির হোসেনকে (৪০) নগদ ৭৫ হাজার টাকা জরিমানা ও নাফিসা ফার্মেসির মালিক মো. হাফিজুর রহমানকে (৫৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও তিনটি ফার্মেসি থেকে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন অবৈধ ওষুধ জব্দ এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তা ধ্বংস করা হয়।