ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৪৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করছে বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস ইনিংসের গোড়াপত্তন করলেও এখন ক্রিজে আছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। আউট হয়েছেন লিটন দাস। দ্রুতগতিতে রান তোলা এ ওপেনার আকিল হোসেনের বলে এলবিডব্লিউ হন। নিজের প্রথম ওভারেই উইকেট শিকারের আনন্দে মাতেন তিনি। মাত্র ২৪ বলে ২২ রান করেন লিটন। আলজারি জোসেফের বলে তিনটি এবং কাইল মায়ার্সের বলে একটি বাউন্ডারি মারেন লিটন।
লিটন আউট হলেও লক্ষ্যের দিকে দ্রুত গতিতে ছুটছে বাংলাদেশ। ১৩ ওভারে ৬৬ রান করেছে তামিম ইকবালরা। তামিম ২৮ রানে ও নাজমুল হোসেন ১৩ রানে ব্যাটিং করছেন।
এ ম্যাচে জয় পেলে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে।