1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

১৪৯ করলেই সিরিজ বাংলাদেশের

স্পোটস ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ২১৮ পাঠক

টস জিতে ব্যাট করার সিদ্ধান্তকে সম্মান জানাতে পারলো না ক্যারিবীয়ান ব্যাটসম্যানরা। উইকেট পতনের মহড়ায় ১৪৮ রানে থামলো সফরকারীদের ইনিংস। বিপরীতে বল হাতে ২৫ রানে ৪ উইকেট নিয়ে আরও একবার নিজেকে বাংলাদেশ ক্রিকেটের ‘উজ্জ্বল ভবিষ্যত’ হিসেবে জানান দিলেন ডানহাতি অফস্পিনার মেহেদি হাসান মিরাজ।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৬ উইকেটে হারের পর আজ উইন্ডিজের সামনে বাঁচা-মরার লড়াই। জিতলে সিরিজের সমতা, হারলে সিরিজ হাতছাড়া- এমন পরিসংখ্যানকে সামনে রেখে শুক্রবার (২২ জানুয়ারি) সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারী উইন্ডিজ দলের অধিনায়ক জেসন মোহাম্মদ।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বল হাতে টাইগারদের হয়ে প্রথম আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। টানা দুই ম্যাচে ক্যারিবীয়ান ওপেনার সুনীল অ্যামব্রিসকে নিজের শিকারে পরিণত করেন মিস্টার কাটার মাস্টার।

দলীয় ৭১ রানে ৭ উইকেট হারানো উইন্ডিজ সাকিব-মিরাজদের সামনে স্কোরবোর্ডে ১০০ করার আগেই হয়তো থেমে যেতো। কিন্তু খাদের কিনার থেকে খুব ঠান্ডা মাথায় দলকে টেনে তোলার দায়িত্বটা এদিন কাঁধে নেন রোভম্যান পাওয়েল। একপ্রাপ্ত আগলে রেখে রানের চাকাকেও সচল রাখেন তিনি। ৮৮ রানে অষ্টম উইকেট ও ১২০ রানে নবম উইকেটের পতনের পর ৪১ রান করা সেই পাওয়েলকে স্ট্যাম্পড করেই সফরকারীদের ইনিংসের লাগাম টানেন মিরাজ।

প্রথম ম্যাচে ৩২.২ ওভারে ১২২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ করেছে ১৪৮ রান। রানের ব্যবধান খুব বেশি না হলেও উইন্ডিজ আজ ব্যাট করেছে ৪৩.৪ ওভার। ব্যাটসম্যানদের আরও একবার অসহায় আত্মসমর্পণের দিনে হয়তো অধিনায়ক জেসন মোহাম্মদ এখানেই সান্ত্বনা খুঁজে নিতে চাইবেন।

বল হাতে মিরাজ ৪টি, সাকিব ও মোস্তাফিজ ২টি করে এবং এই সিরিজের অভিষেক হওয়া হাসান মাহমুদ নিয়েছেন ১টি উইকেট।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD