নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বৈদ্যুতিক তার থেকে ঘরে আগুন লেগে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রূপগঞ্জ ইউনিয়নের পূর্বাচলের ১১ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাছুম (৪০) তার স্ত্রী সীমা (৩২) দুই ছেলে রাসেল (১৭) ও রহমতউল্লাহ (১০)। তাদের মধ্যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। সীমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ৷
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সাড়ে ৯ টায় আগুন নেভাতে সক্ষম হন তারা।
স্থানীয়রা জানিয়েছেন, বিদ্যুৎ বিভাগের ডেসকো ও পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইন থেকে স্পার্ক করে ঝুপড়ি ঘরে পড়ে। তারপরই ঘরটিতে আগুন ধরে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদের বলেন, বৈদ্যুতিক তার থেকে ঝুপড়ি ঘরে আগুন লেগেছে। ঘটনাস্থলেই মারা যান তিনজন। এক নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।