নরসিংদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে নরসিংদী শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) নরসিংদী পৌর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এম.পি।
শহর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কামরুজ্জামান কামরুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-০২ ( পলাশ ) আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।নরসিংদী-০৩ শিবপুরের সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জি.এম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, সহ-সভাপতি আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা, আরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা, জেলা কৃষকলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু সহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী।
: মোমেন খান | নরসিংদী প্রতিদিন-