নরসিংদী জেলা আওয়ামীলীগের পক্ষ হতে বেলাব উপজেলায় কম্বল বিতরণ করা হয়েছে। ২৬শে জানুয়ারি মঙ্গলবার নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী। ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন জানান, আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে নরসিংদী জেলার প্রতিটি উপজেলায় কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি। অসহায় ও দুস্থ মানুষের শীত নিবারনে বেলাব উপজেলায় ১০,০০০ কম্বল বিতরন করেছি। সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূইয়া রিটন, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও বাজনাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মেরাজুল ইসলাম ভূইয়া মাসুম, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ভাস্কর অলি মাহমুদ, সররাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো জাকির হোসেন স্বপন, চর আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ পরশ মোল্লা,বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম হানিফ, সাবেক সভাপতি মোশারফ হোসেন নীলু, যুগ্ম সম্পাদক মকবুল হাসান রজনী, দপ্তর ও প্রচার সম্পাদক আলী হোসেন’সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
📝 আলমগীর পাঠান | নরসিংদী প্রতিদিন-