নরসিংদীতে ভাড়াকৃত নতুন ভবনের মাধবদী থানার কার্যক্রম শুরু হয়েছে। বর্ণিল সাজে লাল ফিতা ও কেক কেটে থানার কার্যক্রম উদ্বোধন করেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বুধবার (২৭ জানুয়ারি) সকাল থেকে নতুন ভবনে সেবা দিচ্ছে পুলিশ। এর আগে মঙ্গলবার বিকেলে উদ্বোধনী উপলক্ষে নওয়াপাড়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে থানা প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান, জজ ভুইয়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান জুয়েল, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান সফর আলী ভূঁইয়া প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর, বেলাল আহমেদ, শাহেদ আহমেদ, বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী, নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট মোশারফ হোসেন, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেন, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি প্রমুখ।