নরসিংদীর রায়পুরায় শিয়ালের উপদ্রবে অতিষ্ঠ,রাতে বেলায় চলাফেরা করতে ব্যাহত হচ্ছে ও কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে আতঙ্ক বেড়ে গেছে। বধবার(২৭ জানুয়ায়ি) রাড় ১০টার রায়পুরা সরকারি কলেজের পিছনের রাস্তায় চলন্ত সিএনজিতে ০৪ শিয়াল আক্রমণ করেছে। এসময় কামরের ভয়ে সিএনজি চালক নিয়ন্ত্রন হারিয়ে সিএনজি সহ খাদে পরে যায়। এতে চালক ও এক যাত্রী আহত।
মানুষের প্রতি ভয় উঠে গেছে শেয়ালের। তারা
খিদের যন্ত্রণায় পাগল হয়ে আক্রমণ করছে বলে মনে করেন স্থানীয়রা।