নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী হাজী মোশাররফ হোসেন মানিকের নৌকা মার্কার সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারী) সকালে পৌর এলাকার ৪নং ওয়ার্ডে গনসংযোগ শেষে বিকাল ৩টায় ১০নং ওয়ার্ডের আনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার মেয়র ও বর্তমান নৌকার প্রার্থী হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শওকত আলী, মাধবদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব সফি উদ্দিন আহমেদ,মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আলহাজ্ব আলাউদ্দীন আল আজাদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ফরিদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির শাহ্, সদর উপজেলা যুবলীগের সভাপতি ১০নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব জাকির হোসেন, সাধারন সম্পাদক এস এম সেলিম সিকু,সহ সভাপতি আলমগীর হোসেন ভূইয়া, নরসিংদী সদর উপজেলা সেচ্চাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান ভুইয়া,মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ, মাধবদী থানা সেচ্ছাসেবক লীগের আহবায়ক সমীর দেবনাথ সহ প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোখলেছ মিয়া। সভাটি পরিচালনা করেন মাধবদী কলেজের সাবেক ভিপি আরিফ হোসেন, সুজন চন্দ্র দাস অধ্যক্ষ ভারপ্রাপ্ত বাবুরহাট গ্রীনফিল্ড কলেজ।
বক্তারা আগামী ২৪ ফেব্রুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সেই সাথে কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।